ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনায় পটিয়ায় নারীসহ ১১ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৯:১১, ১০ নভেম্বর ২০১৯

তুচ্ছ ঘটনায় পটিয়ায় নারীসহ ১১ জনকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৯ নবেম্বর ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ড কালা মসজিদ এলাকায় নারীসহ ১১ জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহতরা হলেনÑ শহীদুল ইসলামের স্ত্রী তানিয়া আকতার, গাড়িচালক নুরুন্নবী, সাহেদ, আমানত উল্লাহ বাচা, তৌহিদুল ইসলাম, জাফর উল্লাহর পুত্র আতাউল্লাহ, ফজল করিমের পুত্র আবদুর রহমান, নুরুল হকের পুত্র মোহাম্মদ মোরশেদ, দিদারুল ইসলামের পুত্র মোঃ রায়হান, ছৈয়দের সোলেমান ও নুরুন্নবীর পুত্র মোঃ সোহেল। আহতদের পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। মূলত সিএনজিচালক নুরুন্নবীকে একই এলাকার হাবিবুর রহমান প্রকাশ নাগুর পরিবারের লোকজন মারধরকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিএনজিচালক চালক নুরুন্নবী সকালে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ‘ইট’ প্রস্তুতের সঙ্গে লাগে। এ সময় বাগ্বিত-ার এক পর্যায়ে সিএনজিচালক নুরুন্নবীকে হাবিবুর রহমান, সোলেমান, রহিম, ফোরকানসহ কয়েকজন বেদমভাবে প্রহার করে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে ১১ জনকে আহত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানিয়েছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
×