ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে মৎস্য হ্যাচারি বন্ধ ॥ বিপাকে চাষীরা

প্রকাশিত: ০৯:১১, ১০ নভেম্বর ২০১৯

বান্দরবানে মৎস্য হ্যাচারি বন্ধ ॥ বিপাকে চাষীরা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৯ নবেম্বর ॥ বান্দরবানের মিনি মৎস্য হ্যাচারি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ আর হ্যাচারি থেকে মাছের পোনা উৎপাদন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় মাছ চাষী ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার মিনি মৎস্য হ্যাচারি। ২০১৮ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় হ্যাচারিতে সরকারীভাবে এখন মাছের পোনার উৎপাদন বন্ধ রয়েছে, তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অনাহারে দিন কাটছে হ্যাচারিটির প্রকল্পে কর্মরত থাকা কর্মচারীদের। জানা গেছে, সোয়া ২ কোটি টাকা ব্যয়ে মিনি মৎস্য হ্যাচারি নির্মাণ করা হলেও স্থায়ী প্রকল্প না থাকায় হ্যাচারির ভবিষ্যত হয়ে পড়ে অনিশ্চিত। হ্যাচারি প্রকল্পের কর্মচারী ইতি বিকাশ ত্রিপুরা জানান, কিছুদিন আগে আমাদের প্রকল্প ছিল, তখন আমরা ভালভাবে কাজ করেছিলাম। হ্যাচারিতে প্রচুর মাছের পোনা উৎপাদন হতো,আমরা বিভিন্ন জায়গায় মাছের পোনা বিক্রি করতাম, কিন্তু এখন প্রকল্প না থাকায় সকল কার্যক্রম বন্ধ রয়েছে। প্রকল্পে কর্মরত অপর কর্মচারী মন্টু মারমা জানান, প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। আশা করি, সরকার প্রকল্পটি আবারও সচল করবে এবং আমরা আগের মতো মাছের রেণু উৎপাদন ও বিক্রি করে এলাকায় মাছ চাষ সম্প্রসারণ করতে পারব। সদর উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ের তথ্যমতে, জেলার সদর উপজেলার সুয়ালকে ৫.৫০ একর জমির ওপর ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মিনি মৎস্য হ্যাচারি উদ্বোধন করা হয় ২০১০ সালের ২৫ জুন।
×