ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোমবার পর্যন্ত উত্তর প্রদেশে স্কুল-কলেজ বন্ধ

প্রকাশিত: ০৯:০৭, ১০ নভেম্বর ২০১৯

সোমবার পর্যন্ত উত্তর প্রদেশে স্কুল-কলেজ বন্ধ

অবশেষে হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়। শনিবার সকালে ভারতের সুপ্রীমকোর্ট এই মামলার রায় প্রদান করছে। এই রায়কে সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এনডিটিভি এরই অংশ হিসেবে শনিবার থেকে সোমবার পর্যন্ত সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার। দীর্ঘ সময় পর রায় হতে চলেছে অযোধ্যা মামলার। এর আগে দীর্ঘ ৪০ দিন শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৬ অক্টোবর রায় ঘোষণা স্থগিত করে দেন। এরপর নানা নাটকীয়তা মোড় নেয় এই রায়কে ঘিরে। প্রধান বিচারপতি গগৈ ১৭ নবেম্বর অবসর গ্রহণ করবেন। তাই এটির অনুমতিই ছিল যে তিনি অবসর গ্রহণের আগে রায় ঘোষণা করবেন এই মামলার। সেটিই হতে যাচ্ছে শনিবার। স্বাভাবিকভাবেই এই মামলার রায় ঘোষণাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা গ্রহণ করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে উত্তর প্রদেশসহ অন্য রাজ্যগুলোতেও সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। এনআরসি ইস্যু ॥ তৃণমূল নেতাদের সরব হতে বললেন মমতা ভারতের অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রকাশের পর পশ্চিমবঙ্গেও আতঙ্ক। উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতি। এনআরসি মানুষের মধ্যে বিভাজন এবং তাদের হেনস্থা করার একটি মাধ্যম বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল নেতাদের এনআরসি নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এনডিটিভি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পরই মমতা বলেন, ১১ নবেম্বর রাজ্যের সব ব্লকে এনআরসি নিয়ে মিছিল হবে। বড় সমাবেশ হবে কলকাতায়। মমতা বলেন, তার দল ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করে না। তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে সে সময় এসেছিলেন তারা সবাই এখন ভারতের নাগরিক।
×