ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়কে জয়-পরাজয় হিসেবে দেখা ঠিক হবে না ॥ মোদি

প্রকাশিত: ০৯:০৭, ১০ নভেম্বর ২০১৯

রায়কে জয়-পরাজয় হিসেবে দেখা ঠিক হবে না ॥ মোদি

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ মামলায় সুপ্রীমকোর্টের রায়ের পর শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এ রায়ের ফলে বিচার বিভাগের ওপর জনগণের আবারও আস্থা নিশ্চিত হবে। দেশটির সম্প্রচার মাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এনডিটিভি ও বিবিসি। মোদি বলেন, অযোধ্যা মামলায় সুপ্রীমকোর্টের রায়ে বিচার বিভাগের ওপর আস্থা আবারও নিশ্চিত হবে। তিনি টুইট বার্তায় লিখেছেন, অযোধ্যা মামলায় রায় দিয়েছে সুপ্রীমকোর্ট। এই রায় কোন পক্ষের জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। সে রাম ভক্তি হোক, বা রহিম ভক্তি, আমাদের একান্ত প্রয়োজন রাষ্ট্রীয় ভক্তির ওপর জোর দেয়া। শান্তি ও সম্প্রীতি রক্ষিত হোক। শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত স্থানটি সরকারী ট্রাস্টকে দেয়া হবে। বাবরি মসজিদের ওই ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দুরা। আগামী তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে সরকার। পরে সেখানে মন্দির প্রাঙ্গণ নির্মাণ করবে তারা। পরিবর্তে অযোধ্যার অন্য স্থান থেকে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি পাবে মুসলিমরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামলার রায় ঘোষণা শুরু করেন দেশটির সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। ইমরানকে মোদির ধন্যবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার কর্তারপুর করিডরের উদ্বোধন করার আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান। ভারতের আবেগকে সম্মান দেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ওই ধন্যবাদ দিলেন তিনি। কেননা ওই করিডরের মাধ্যমেই শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানের দরবার সাহিবে যাবেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর তিনদিন আগে এই করিডরের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদির। প্রথম যে ৫৫০ জন শিখ তীর্থযাত্রী কর্তারপুর যাবেন সেই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কউর বাদল।
×