ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরানী বিউটি কুইনকে আশ্রয় দিল ফিলিপিন্স

প্রকাশিত: ০৯:০৫, ১০ নভেম্বর ২০১৯

ইরানী বিউটি কুইনকে আশ্রয় দিল ফিলিপিন্স

ফিলিপিন্স সরকার একজন সাবেক ইরানী বিউটি কুইনকে গত চার সপ্তাহ ধরে বিমানবন্দরে আটক থাকার পর দেশটিতে থাকার অনুমতি দিয়েছে। ফিলিপিন্সে প্রবেশের চেষ্টা করার সময় গত ১৭ অক্টোবর তাকে আটকে রাখা হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, দেশে ফিরে গেলে রাজনৈতিকভাবে বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে নিয়ে হত্যা করা হবে। এজন্য বাহারি নামের ওই তরুণী ফিলিপিন্স সরকারের কাছে দেশটিতে থাকার অনুমতি চেয়েছিল। গার্ডিয়ান। ৬ নবেম্বর ফিলিপিন্সের বিচার বিভাগ বাহারিকে একজন শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়। তবে তার এই নথিপত্রটি শুক্রবার প্রকাশ করা হয়েছিল। নথিতে বলা হয়েছে, ‘বিচার বিভাগ তাকে ইমিগ্রেশন ব্যুরোতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে যাতে তাকে ভিসা এবং নিবন্ধকরণ প্রশংসাপত্র জারি করা যায়। শরণার্থীর যদি পাসপোর্ট বা বৈধ পাসপোর্ট না থাকে তবে ভিসার স্ট্যাম্পিংয়ের প্রয়োজন হয় না।’ ফিলিপিন্সে আশ্রয় চাওয়া ইরানী তরুণীর নাম বাহারে জারে বাহারি। তিনি চলতি মাসের জানুয়ারিতে ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইন্টারকন্টিনেন্টাল সুন্দরী প্রতিযোগিতা ২০১৮-এ ইরানের হয়ে অংশ নেন। গত সপ্তাহে তিনি ম্যানিলার বিমানবন্দরে এলে তাকে আটকে দেয় কর্তৃপক্ষ। ফিলিপিন্সের ব্যুরো অব ইমিগ্রেশন বলছে, ফিলিপিন্সে প্রবেশের ব্যাপারে বাহারির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
×