ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দাবানলের সংখ্যা বেড়েই চলেছে

প্রকাশিত: ০৯:০৫, ১০ নভেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ায় দাবানলের সংখ্যা বেড়েই চলেছে

অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। শনিবার দমকল কর্মীরা নিউ সাউথ ওয়েলস রাজ্যেও ম্যাককুরি বন্দরের কাছের দাবানল পর্যবেক্ষণ করে। মনে করা হচ্ছে, ওই রাজ্যে খড়াজনিত কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নিউ সাউথ ওয়েলস রাজ্যে ছোটবড় এক শ’র কাছাকাছি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে শুক্রবার কয়েক ডজন দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এসব দাবানল অস্ট্রেলিয়ার হাজার হাজার একর জমিকে মাত্রাতিরিক্ত গরম, শুষ্ক করে তুলেছে। এর প্রভাবে চারপাশে গরম বাতাসপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসের হাজার হাজার বাসিন্দা অন্যত্র আশ্রয় নিয়েছে। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় দমকল বিভাগের প্রধান শান ফিটজসাইমন শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা একই সঙ্গে উত্তর নিউ সাউথ ওয়েলসে এত সংখ্যক দাবানলের কথা আগে শুনিনি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার দাবানলের জন্য শুষ্কতা একটি কারণ হতে পারে। শান ফিটজসাইমন বলেন, অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল শুরু হলো। তাই দাবানলের এই ভয়ঙ্কর ও বিপজ্জনক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, আমরা এমনিতেই গ্রীষ্ম মৌসুমে উষ্ণ পরিস্থিতি মোকাবেলা করি। গত মাসে নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার কিছু অংশে শুষ্কতার হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার এই প্রবণতা চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। -ইয়াহু নিউজ
×