ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ত্বকী হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বালন

প্রকাশিত: ১০:১৬, ৯ নভেম্বর ২০১৯

 না’গঞ্জে ত্বকী হত্যার  বিচার দাবিতে  মোমবাতি  প্রজ্বালন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরু ও আসামিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যার ৮০ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ধারাবাহিক মোমবাতি শিখা প্রজ্বালন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিব সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, উদীচী শিল্পগোষ্ঠীর জেলা কমিটির সভাপতি জাহিদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ত্বকীর ঘাতকরা চিহ্নিত হয়েছে। তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্তে উঠে এসেছে ত্বকীকে কারা, কেন, কীভাবে অপহরণের পর হত্যা করেছে। গত ৮০ মাসেও ত্বকী হত্যার বিচার শুরু হয়নি। খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় আনা হয়নি, গ্রেফতার করা হচ্ছে না। কর্মসূচীতে বক্তারা বলেন, রাতের অন্ধকারে যেসব হত্যাকান্ড সংঘটিত হয়েছে, সেসব হত্যাকান্ডের বিচার হয়েছে। কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। আমরা ত্বকীর হত্যার বিচার চাই, শান্তি প্রিয় নারায়ণগঞ্জ চাই। ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত খুনীদের গ্রেফতারের নির্দেশ দেয়ার জন্য আহ্বান জানান তারা।
×