ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈকতজুড়ে গোল বরফের টুকরো

প্রকাশিত: ১০:১৫, ৯ নভেম্বর ২০১৯

 সৈকতজুড়ে গোল  বরফের টুকরো

বাল্টিক সাগরের উত্তরাংশে বোথনিয়া উপসাগর। এই বোথনিয়া উপসাগরই সুইডেন থেকে ফিনল্যান্ডকে আলাদা করেছে। উপসাগরে রয়েছে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপ। সেই দ্বীপের বিশাল এলাকাজুড়ে ঢেকে গেছে ডিমের মতো দেখতে বরফ দিয়ে। ওই এলাকার কাছাকাছি থাকা বাসিন্দারা ডিমের মতো বরফের ছবি, ভিডিও আপলোড করেছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই ভাইরাল হয় ছবিগুলো। হাইলুয়তো থেকে প্রায় ৩৫ মাইল দূরে রয়েছে উলু। সেখানে থাকেন টারজা টেরেন্টজেফ। সম্প্রতি হাইলুয়তো ঘুরতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই চমকে যান তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, আসাধারণ দৃশ্য। পুরো সৈকত ভরে রয়েছে ডিমের মতো বরফে। এ দৃশ্য আমি আগে কখনও দেখিনি। টেরেন্টজেফের মতোই অভিজ্ঞতা হয়েছে সিরপা টেরোওর। বরফের বলগুলো ডিমের মতো দেখতে হলো কেন? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের অশান্ত সামুদ্রিক জল বরফের স্তরে গিয়ে তীব্র বেগে আছড়ে পড়ার জন্যই ডিমের মতো হয়েছে। -সিএনএন
×