ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪৪, ৯ নভেম্বর ২০১৯

 চট্টগ্রামে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার আসামি রহিম উল্লাহকে রংপুর থেকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। সিএমপির কর্ণফুলী থানা পুলিশ জানায়, স্ত্রী জান্নাত আরা বেগম ওরফে বুলুকে (৩০) নির্যাতনের পর চট্টগ্রাম থেকে রংপুরে পালিয়েছিল রহিম উল্লাহ (৪৮)। বৃহস্পতিবার তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে রংপুর থেকে চট্টগ্রামে এনে উপস্থিত করা হয় আদালতে। বিকেলে আদালতের নির্দেশে প্রেরণ করা হয় জেলহাজতে। কর্ণফুলী থানা পুলিশ জানান, গত ১২ সেপ্টেম্বর জান্নাত আরাকে মারধর করে তার স্বামী রহিম উল্লাহ। অত্যন্ত গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২০ সেপ্টেম্বর তিনি মারা যান। ঘটনার পর থেকে পলাতক রহিম উল্লাহ। গ্রেফতার এড়াতে সে রংপুরে চলে গিয়েছিল। ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে অবস্থান শনাক্ত করে দুইদিন ধরে রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে ধরা হয়। ২০০৭ সালে রহিম উল্লাহ ও জান্নাত আরা বেগমের বিয়ে হয়েছিল। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
×