ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘তাইওয়ানের সঙ্গে সংঘাতের পথে যেতে পারে চীন’

প্রকাশিত: ০৯:৩১, ৯ নভেম্বর ২০১৯

 ‘তাইওয়ানের সঙ্গে সংঘাতের পথে যেতে পারে চীন’

চীন যে কোন সময় তাইওয়ানে হামলা করতে পারে বলে তাইপে কর্তৃপক্ষ ধারণা করছে। বাণিজ্যযুদ্ধের কারণে চীন তাদের অর্থনীতির ধীরগতি থেকে জনগণের মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। খবর ইয়াহু নিউজ অনলাইনের। এক সাক্ষাতকারে জোসেফ উ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধের বিষয়টি তুলে ধরে বেজিংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, বাণিজ্যযুদ্ধের মুখে চীনের অর্থনৈতিক মন্দা মারাত্মক আকার ধারণ করলে এবং তা চীনা কমিউনিস্ট পার্টির বৈধতার জন্য হুমকি হয়ে উঠলে কিংবা পরিস্থিতি শীর্ষ নেতাদের আয়ত্ত্বের বাইরে চলে গেলে বেজিং তাইওয়ানের সঙ্গে সামরিক সংঘাতের পথে যেতে পারে। ওই পরিস্থিতির কারণে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। সবচেয়ে যে বাজে পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, তা হলো সামরিক অভিযান, বলেন উ। চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও অব্যাহত থাকলেও গত ৩০ বছরের মধ্যে এ বছরই দেশটিতে প্রবৃদ্ধি সবচেয়ে কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির রাজনৈতিকভাবে টিকে থাকার মূলমন্ত্র এই অর্থনৈতিক প্রবৃদ্ধি। সাফল্য হিসেবে তারা এ প্রবৃদ্ধিরই প্রচার চালায়।
×