ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা এশিয়ান ওমেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু কাল থেকে

প্রকাশিত: ০৯:২৩, ৮ নভেম্বর ২০১৯

বঙ্গমাতা এশিয়ান ওমেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু কাল থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে প্রথমবারের মতো নারী ভলিবল খেলোয়াড়দের জন্য ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে কাল শনিবার থেকে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় আজ বিকেল ৪টায় উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল আফগানিস্তান নারী ভলিবল দলের মুখোমুখি হবে। এর আগে সকাল ১০টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান-মালদ্বীপ। পাঁচ জাতির এই আসরের অপর দল নেপাল। টুর্নামেন্টের প্রতিটি খেলাই সরাসির সম্প্রচারিত হবে গাজী টিভিতে। আজ বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, এমপি। এ সময় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত থাকবেন।
×