ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে পাঁচ শতাধিক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৭:২১, ৮ নভেম্বর ২০১৯

গাজীপুরে পাঁচ শতাধিক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পাঁচ শতাধিক বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের দু’জনকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার র‌্যাব-১’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. সারওয়ার-বিন-কাশেম এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- রাজশাহী জেলার রাজপাড়া থানার হেলেনাবাদ এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মোঃ আজাদ (৬০) ও একই জেলার বোয়ালিয়া থানার বড় কুটিপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ সালাহ উদ্দিন ওরফে গামা (৫৭)। র‌্যাব-১এর ওই অধিনায়ক জানান, রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক’মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি বড় চালান গাড়ি যোগে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে বৃহষ্পতিবার রাতে র‌্যাব-১’র সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আজাদ ও গামাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫১০ বোতল ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোনসহ নগদ ৩১৮০ টাকা জব্দ করা হয়। র‌্যাব’র কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিদেশী মাদক চোরাইপথে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে আমদানি করে অবৈধভাবে নিজের হেফাজতে রেখে সেগুলো ঢাকাসহ আশেপাশের জেলাসমূহের বিভিন্ন স্থানে মাদক সিন্ডিকেট সদস্যদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছিল। এ কাজের জন্য মাদক ব্যবসায়ীরা আজাদকে চালানপ্রতি ৩০ হাজার টাকা ও গামাকে ২০ হাজার টাকা করে দিত। আটক ফেন্সিডিলের চালানটি গাজীপুরের জনৈক মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করার কথা ছিল। আটককৃতদের মধ্যে গামা পেশায় একজন রং মিস্ত্রি। তবে সে রং মিস্ত্রির কাজ করার পাশাপাশি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×