ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচবিবি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ০৫:২০, ৮ নভেম্বর ২০১৯

পাঁচবিবি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জনমত উপেক্ষিত ও জনবিচ্ছিন্ন স্থানে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ বন্ধ করে জনবান্ধব স্থানে মসজিদ নির্মাণের দাবিতে পাঁচবিবি উপজেলা নাগরিক কমিটি শুক্রবার জয়পুরহাট প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলন করেছেন। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির আহবায়ক একেএম মাহবুবুর রহমান টুকু। লিখিত বক্তব্যে তিনি জানান, সরকারের উপজেলা ভিত্তিক মডেল মসজিদ কমপ্লেক্স প্রকপ্লের আওতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মসজিদ নির্মানের স্থান জনমত উপেক্ষিত স্থানে গোপনভাবে করার বিষয়টি জানাজানি হলে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে বিষয়টি ধর্ম মন্ত্রণালয় ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। ধর্ম মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। সরকারের ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারিত পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ নির্মানের জন্য ৪৩শতক জমি নির্ধারণ করে সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গং অতিরিক্ত মূল্য দিয়ে ঐ জায়গা ক্রয় করায় সরকারের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে। পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাঁচবিবি পৌর এলাকায় পরিত্যাক্ত টেক্সটাইল মিলের জায়গায় মডেল মসজিদটি নির্মান করলে যা হাজার হাজার মুসল্লিদের নামায আদায়সহ ধর্মীয় কার্যক্রম চালানোয় সহায়ক হবে। কিন্তু সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিষয়টি অবজ্ঞা করে তার কার্যক্রম চালিয়ে গেছে। সরকারের দুর্নীতি বিরোধি অভিযানের সময় মসজিদের মত একটি স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা নির্মানে এ অনৈতিক কার্যক্রম তদন্তের জন্য পাঁচবিবি নাগরিক কমিটি দুর্নীতি দমন কমিশেনের মহা পরিচালক বরাবর একটি আবেদন ৬ নবেম্বর ২০১৯ সালে প্রেরণ করেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাঁচবিবি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কাদের ব্যাপারি, জেলা আওয়ামী লীগের নেতা মীর রেজাউল করিম, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলামসহ প্রায় ২ শতাধিক এলাকাবাসি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
×