ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট তৈরি করেছে মিয়ানমার ॥ মোমেন

প্রকাশিত: ১২:৫০, ৮ নভেম্বর ২০১৯

রোহিঙ্গা সঙ্কট  তৈরি করেছে  মিয়ানমার ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাংলানিউজের। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট তৈরি করেছে মিয়ানমার। তাদেরই এই সঙ্কটের সমাধান করতে হবে। মিয়ানমার রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করছে না, সে কারণেই রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে আগ্রহী নয়। তিনি বলেন, বাংলাদেশ সরকার উন্নত দেশ গড়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কূটনীতিকদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বিদেশী কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সভাপতি মুহম্মদ জমির, সাধারণ সম্পাদক শাম্মী আহমেদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী শাহ আলী ফরহাদ প্রমুখ। মিয়ানমারের সদস্যপদ প্রত্যাখ্যান আইওআরএ’র ॥ রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে অসহযোগিতা করায় বাংলাদেশের প্রবল বিরোধিতার কারণে ২২ সদস্য রাষ্ট্র ও ৯ সংলাপ অংশীদারের সমন্বয়ে গঠিত সংস্থা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) মিয়ানমারের সদস্য পদের আবেদন প্রত্যাখ্যান করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ৫-৬ নবেম্বর সিনিয়র কর্মকর্তা (সিএসও) পর্যায়ের আইওআরএ’র ২১তম কাউন্সিলে মিয়ানমার পুনরায় আইওআরএ’র সদস্য পদের জন্য আবেদন করে। খবর বাসসর। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্তনে অসহযোগিতা ও প্রতিশ্রুতি ঘাটতির কারণে ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েসনে (আইওআরএ) মিয়ানমারের সদস্য পদের আবেদন প্রত্যাখ্যান করতে জোরালো ভূমিকা রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বাংলাদেশ আরও বলেছে, মিয়ানমার দায়িত্বশীল রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক মানদ- ও বিধি প্রদর্শনে শ্রদ্ধার অভাব রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু আইওআরএ সনদের মৌলিক নীতিমালার অধীনে আর্টিকেল ২(সি) অনুযায়ী সকল বিষয় ও ইস্যু বিবেচনা করে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাই বাংলাদেশের বিরোধিতার কারণে মিয়ানমারের সদস্য পদের আবেদন বাতিল ও প্রত্যাখ্যান করা হয়েছে।
×