ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মর্মান্তিক ব্যতিক্রম!

প্রকাশিত: ১০:১৮, ৮ নভেম্বর ২০১৯

 মর্মান্তিক ব্যতিক্রম!

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ নবেম্বর ॥ বাড়িতে মায়ের লাশ রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর দাখিল মাদ্রাসার ছাত্রী জেমি আক্তার। পরীক্ষার্থীর বাবা উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আগাটলা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, তার স্ত্রী রোকেয়া খাতুন (৩০) দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন এবং গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তবে সকালে তার ছোট মেয়ে জেমি আক্তার মায়ের লাশ বাড়িতে রেখে উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এ বিষয়ে কেন্দ্র সচিব ও বড়পলাশবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ কুসুম উদ্দীন জানান, চোখে পানি নিয়ে পুরো ৩ ঘণ্টার পরীক্ষা দিয়েছে ওই শিক্ষার্থী। তাকে সবাই সান্ত¦না ও মনোবল রেখে পরীক্ষা দিতে বলায় তার পরীক্ষা ভাল হয়েছে বলে জানিয়েছে। পরীক্ষার্থীর ভাই খাদেমুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর দুইটায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার মায়ের লাশ দাফন করা হয়েছে। সকালে কিছু না খেয়ে তার বোন চোখে জ্বল নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল। অল্প বয়সে মাকে হারিয়ে ভাইবোন অসহায় হয়ে পড়েছেন। ঘটনা শুনে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম দুঃখ প্রকাশ করেন এবং পরীক্ষার্থী পরিবারের প্রতি সমবেদনা জানান।
×