ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তার রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট

দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাস বিচারক হতে পারছেন না

প্রকাশিত: ১০:১৭, ৮ নভেম্বর ২০১৯

 দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাস বিচারক হতে  পারছেন না

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজিএস) বিচারক নিয়োগ পরীক্ষায় শ্রুতি লেখক দেয়ার নির্দেশনা চেয়ে করা দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাসের রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছে হাইকোর্ট। এর ফলে আজ শুক্রবার অনুষ্ঠেয় বিজিএস পরীক্ষায় তিনি শ্রুতি লেখকের সুবিধা পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেছেন, জুডিসিয়াল সার্ভিস বিধিমালা ২০০৭ অনুসারে অন্ধ ও বধির ব্যক্তি এ পদের যোগ্য নন। দেশের বৃহত্তর স্বার্থে তাদের সুযোগ দেয়া হয়নি। তাদের নিয়োগ দেয়া হলে সুষ্ঠু বিচার কাজে বিঘ্ন তৈরি হবে। অধিক্ষেত্র অনুযায়ী বিচারকের ক্ষমতা, কার্যাবলী, নিয়োগ পদ্ধতি, আইন-কানুন ও প্রশিক্ষণ ভিন্ন হয়ে থাকে। বিচারক সাধারণত ভরা আদালতে নিরপেক্ষ বিচার কাজ পরিচালনা করে থাকেন। সে কারণেই অন্য প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধীরা সুযোগ পেলেও বিচারক নিয়োগের ক্ষেত্রে সে সুযোগ নেই। এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষমাণ ফেরিতে স্কুলছাত্র তিতাস ঘোষের সম্প্রতি মৃত্যুর ঘটনায় পরোক্ষ হলেও যুগ্ম সচিব আবদুস সবুর ম-লের দায় রয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনের ওপর শুনানির জন্য ১৪ নবেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল চেয়ে করা আবেদনের রুলের রায় দেয়া হবে যে কোন দিন। শুনানি শেষে রুলের রায় অপেক্ষমাণ রেখেছে আদালত। জুয়েলার্স সমিতির (বাজুস) ২০১৯-২১ সালের নির্বাচনের বাধা কেটেছে। নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া দুই মাসের স্থগিতাদেশ স্থগিত করেছে আপীল বিভাগ। ফলে আজ শুক্রবার বাজুসের নির্বাচন হতে কোন বাধা নেই। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ দেয়।
×