ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:১৫, ৮ নভেম্বর ২০১৯

 ফেসবুকে প্রতারক চক্রের ৬ সদস্য  গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে বিদেশী নাগরিক বন্ধু সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে কাওছার, সাকিবুল হাসান, কাওছার হোসেন, হামিম মোল্লা, মেরাজুল ইসলাম সাগর ও খোরশেদ আলম। এ সময় তাদের কাছ থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবির উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু জানান, বুধবার মধ্যরাতে ডিবি উত্তর বিভাগের একটি টিম রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি জানান, এ প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে বিদেশী নাগরিক সেজে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট এ্যাকসেপ্ট করার পর তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার একপর্যায়ে সারপ্রাইজ গিফট পাঠাতে চায়। এজন্য ঠিকানা নিয়ে বিভিন্ন গিফট সামগ্রী যেমন- বিদেশী জুতা, বডি স্প্রে, স্বর্ণের চেইন, খামের ভেতরে কিছু ডলারের ছবি, আইফোন, আই প্যাড এবং সঙ্গে কিছু জামা-কাপড়ের ছবিসহ গিফট পার্সেল আকারে পাঠানোর ভিডিও তাদের কাছে পাঠায়। এর কয়েকদিন পর চক্রের সদস্যরা ফোন করে জানান, কাস্টমস অফিসে আপনার নামে একটি পার্সেল আছে। পার্সেলটি নিতে কাস্টমস অফিসে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, এ বলে একটি এ্যাকাউন্ট নাম্বার ভিকটিমকে দেয়। তখন ভিকটিম পার্সেলটি নেয়ার জন্য এ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এরপর বিদেশী বন্ধুসহ টাকা চেয়ে যোগাযোগের নাম্বার বন্ধ করে উধাও হয়ে যায়।
×