ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ১০:১৩, ৮ নভেম্বর ২০১৯

 রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ লাভলু (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় সেলিম চৌকিদার (৪৫), কামাল হোসেন (৩৭) ও মোঃ রাসেল (৩২) নামে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ২টি পিস্তল, ৩টি র‌্যাবের জ্যাকেট, ২টি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। বুধবার রাত ২টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার গেট সংলগ্ন ১০০ ফিট রাস্তার ১ নম্বর ব্রিজের সামনে এই ঘটনা ঘটে। ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ১৯ অক্টোবর বাড্ডা থানার মেরুল বাড্ডার প্রগতি সরণিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। একদল সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত র‌্যাবের জ্যাকেট পরে ওয়্যারলেস, হ্যান্ডকাপ, পিস্তলসহ মাইক্রোবাস থেকে নেমে একটি লোকাল বাসের গতিরোধ করে। পরে বাস থেকে একজন যাত্রীকে জোরপূর্বক নামানো হয়। তার কাছে থাকা পাঁচ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ডেমরা ব্রিজে ফেলে দেয় তারা। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশের পাশাপাশি তদন্ত করে আসছিল ডিবি উত্তর বিভাগ। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে ডিবি উত্তর বিভাগের গুলশান জোনাল টিম ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার গেট সংলগ্ন ১০০ ফিট রাস্তার ১ নম্বর ব্রিজের সামনে একটি সাদা রংয়ের নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। ডিসি মাসুদুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করলে তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করতে করতে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে তিনজন কৌশলে গুলি করতে করতে দৌড়ে পালিয়ে যায়।
×