ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একমাস বন্ধ থাকবে কালশি-বনানী ফ্লাইওভার

প্রকাশিত: ১০:১৩, ৮ নভেম্বর ২০১৯

 একমাস বন্ধ থাকবে কালশি-বনানী ফ্লাইওভার

স্টাফ রিপোর্টার ॥ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশী-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই উড়াল সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। অনেকে সড়ক বন্ধ থাকায় বিকল্প উপায় পাচ্ছিলেন না। পরে পুলিশ বিকল্প সড়কে যানবাহন ঘুরিয়ে দেয়। মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাস এই উড়াল সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফ্লাইওভার বন্ধ থাকার ফলে কালশী থেকে বনানী- মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দেয়। উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন ট্রাফিক পুলিশসহ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালান। শুক্রবার থেকে এই রুটে যানজন নিরসনে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
×