ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদ-নদীতে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটেই ডিম

প্রকাশিত: ০৯:২১, ৮ নভেম্বর ২০১৯

 নদ-নদীতে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটেই ডিম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অবরোধ শেষ হওয়ার সপ্তাহ পরও বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর, ভোলা নদে জেলেদের জালে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটেই ডিম পাওয়া যাচ্ছে। জেলেরা জাল ফেললেই ধরা পড়ছে বড় বড় ডিমওয়ালা ইলিশ। গত ৭ দিনে জেলেদের শিকার করা মাছগুলোর ৬০ থেকে ৭০ শতাংশই ডিমে টইটম্বুর। যেন পেট ফেটে ডিম বেরিয়ে আসবে অবস্থা বলে জেলেরা জানিয়েছেন। ঘন ঘন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের গতি-প্রকৃতি এবং জীবনাচরণেও পরিবর্তন এসেছে বলে মৎস্য কর্মকর্তাতা মনে করছেন। বাগেরহাট কেবি মাছঘাট, মোড়েলগঞ্জ, শরণখোলা মাছের বাজারে অবরোধর শেষ হওয়ার পর থেকে প্রতিদিন প্রচুর ইলিশ উঠছে। বিক্রি হচ্ছেও দেদার। দামও অপেক্ষাকৃত কম। বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেবি মাছের আড়তে গিয়ে দেখা যায়, ডিমওয়ালা এক থেকে দেড় কেজি ওজনের একটি ইলিশ হাজার থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮শ’ গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে সাত শ’ থেকে আট শ’ টাকা কেজিতে। জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, জেলেদের জালে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটে ডিম রয়েছে। তাদের মতে, অবরোধের সময়টা আরও ১২/১৪ দিন পিছিয়ে দিলে এসব মাছ ডিম ছাড়ার সুযোগ পেত।
×