ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লুফথানসায় ধর্মঘট

প্রকাশিত: ০৮:৫৯, ৮ নভেম্বর ২০১৯

 লুফথানসায় ধর্মঘট

আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে জার্মান এয়ারলাইন্স লুফথানসার কেবিন ক্রুরা। এ জন্য বৃহস্পতিবার বিপাকে পড়ে যাত্রী সাধারণ। লুফথানসা জানিয়েছে বৃহস্পতিবার ৭শ’ ও শুক্রবার ৬শ’র মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ভোগান্তির শিকার হবেন প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী। জার্মানির ইউএফও ফ্লাইট এ্যাটেন্ডেন্ট ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। -এএফপি
×