ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনী প্রচার শুরু করলেন জনসন

প্রকাশিত: ০৮:৫৯, ৮ নভেম্বর ২০১৯

 নির্বাচনী প্রচার শুরু করলেন জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার ব্রিটিশ ভোটারদের বলেছেন যে, ব্রেক্সিট বিলম্বের অবসান চাইলে কনজারভেটিভ দলের প্রতি তাদের সমর্থন দিতে হবে। তিনি ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচার অভিযানের অনিশ্চিত সূচনা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। জনসন ব্রিটেনের পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারের প্রথম আনুষ্ঠানিক দিনে তার ১০, ডাউনিং স্ট্রিটের বাইরে কথা বলছিলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা হতাশায় তাকে নিজের টাই চিরতে বাধ্য করেছে। তিনি বলেন, আমি আগাম নির্বাচন চাই না এবং কেউই ডিসেম্বরে একটি নির্বাচন অনুষ্ঠান চান না মোটেই। কিন্তু আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যখন কোন বিকল্প নেই আমাদের, জনগণ-বনাম-পার্লামেন্ট প্রচারের জন্য একটি মঞ্চ তৈরির চেষ্টায়রত জনসন বলেন, আইনপ্রণেতারা ব্রেক্সিট কার্যকরে এবং গণভোটের ফলের প্রতি মর্যাদা দেখাতে অস্বীকৃতি জানাচ্ছেন প্রায় সময়। তারা গত মাসে নীতিগতভাবে জনসনের ব্রেক্সিট চুক্তি অনুমোদন করেন। কিন্তু তারা চুক্তিটি পরীক্ষার জন্য আরও সময় চান। জনসন এরপর বিলটি প্রত্যাহার করেন এবং আগাম নির্বাচন অনুষ্ঠানের দিকে অগ্রসর হন। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেরেমি করবিনেরও সমালোচনা করেন। -টাইম
×