ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবে ৩ নাবিকের মৃত্যু

প্রকাশিত: ১৩:০৮, ৭ নভেম্বর ২০১৯

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবে ৩ নাবিকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সেন্ট মার্টিন দ্বীপের কাছে ডুবে যাওয়া একটি ফিশিং ট্রলারের তিন নাবিকের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। গভীর সমুদ্রে সোমবার মধ্যরাতে একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যায় এফভি মীন সন্ধানী নামের ফিশিং ট্রলারটি। এতে ক্যাপ্টেন ও চীফ ইঞ্জিনিয়ার মিলিয়ে ২৪ জন নাবিক ছিলেন বলে জানান এফভি মীন সন্ধানীর মালিক প্রতিষ্ঠান এম এম এ্যালায়েন্স লিমিটেডের ব্যবস্থাপক শফিকুর রহমান। খবর বিডিনিউজের। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার পর নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ঘটনাস্থলে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
×