ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ॥ মোমেন

প্রকাশিত: ১৩:০৭, ৭ নভেম্বর ২০১৯

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার বলেছেন, কক্সবাজারের ৬ হাজার ৮শ’ একর বনভূমিতে মিয়ানমারের বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গার জন্য তৈরি অস্থায়ী আশ্রয় শিবির দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গোটা প্রতিবেশের ক্ষতি করছে। নগরীর একটি হোটেলে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি)’র গবর্নিং কাউন্সিলের ১৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি একথা বলেন। খবর বাসসর। তিনি বলেন, ‘কক্সবাজার তাদের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এবং আমাদের প্রতিবেশ ও জীব- বৈচিত্র্যের ক্ষতি করছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা বৈশ্বিক নেতৃত্ব বিশেষত দক্ষিণ এশীয় অংশীদারদের দায়িত্ব। এটা মিয়ানমার ও তার নাগরিক রোহিঙ্গাদের মধ্যকার ইস্যু। তাদেরই এর সমাধান করতে হবে। মোমেন বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরিয়ে নেয়াই এই সঙ্কটের একমাত্র সমাধান। পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন সম্পর্কে বলেন, ‘সুস্থ প্রতিবেশের কল্যাণে এর ওপর নির্ভরশীল বাসিন্দারা কয়েকভাবে লাভবান হয়।’ তিনি বলেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এর জিডিপি’র এক শতাংশের বেশি ব্যয় করছে। মোমেন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) সম্পদের সক্ষমতা ও দৃঢ় রাজনৈতিক প্রত্যয়ের ওপর নির্ভরশীল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রকাশ কেশভ জাভাদেকার, মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী আহমেদ মুজতবা ও এসএসিইপি মহাপরিচালক আবাস বশির।
×