ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী প্রেরণের আশা মন্ত্রীর

প্রকাশিত: ১৩:০৬, ৭ নভেম্বর ২০১৯

শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী প্রেরণের  আশা মন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকায় অনুষ্ঠেয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো পুনরায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় বেলা ১১টায় দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে সফল বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। খবর বাংলা নিউজের। মন্ত্রী ইমরান আহমদ বলেন, ন্যূনতম অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার দ্রুত সময়ের মধ্যে খোলার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে উভয় দেশ। ‘বৈঠকে ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো, উভয় দেশের রিক্রুটিং এজেন্সিদের সম্পৃক্ততার পরিধি, মেডিক্যাল পরীক্ষা এবং কর্মীর সামাজিক ও আর্থিক সুরক্ষা এবং ডাটা শেয়ারিং বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ নবেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ পুনরায় শুরু হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
×