ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় তাণ্ডব ॥ আরও দু’যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৬, ৭ নভেম্বর ২০১৯

ভোলায় তাণ্ডব ॥ আরও দু’যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৬ নবেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকের মেসেঞ্জারে আপত্তিকর মেসেজকে কেন্দ্র করে বোরহানউদ্দিনের ঈদগা মাঠে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও মন্দিরসহ সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় আরও ২ পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে পৃথক ২ মামলায় গ্রেফতারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ৭ জন। এদিকে বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই ২ আসামিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনে ঈদগা মাঠে সহিংস ঘটনার দিন ভাওয়াল বাড়ির মন্দিরসহ সংখ্যলঘু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাজার থেকে মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ঈদগা মাঠে পুলিশের সঙ্গে জনতার হামলা সংঘষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চরফ্যাশন পৌর শহরের কোর্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে নাঈম (২২) নামে অপর এক যুবককে গ্রেফতার করে। বুধবার তাদের ভোলায় আদালতে প্রেরণ করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, গ্রেফতারকৃত দু’জনকে বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। তবে আদালতে তাদের শুনানি না হওয়ায় পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, পুলিশের ওপর হামলা ও সংঘর্ষসহ ৪ জন নিহতের ঘটনার মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জনকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায়ও গ্রেফতার দেখানও হয় এবং মাসুম বিল্লাহ নামে ১ যুবককে শুধু সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
×