ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে বেরোবি শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত: ১১:৫৫, ৭ নভেম্বর ২০১৯

তিন দফা দাবিতে বেরোবি শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৬ নবেম্বর ॥ আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকা- থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করাসহ তিন দফা দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কটি অবরোধ করে রাখা হয়েছে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে বুধবার বেলা ১২টায় রাসেল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, এই তিনটি দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তিন দফা আন্দোলনে নেতৃত্বে দিচ্ছেন জাকারিয়া জাকির, তানভীর আহমেদ, মামুন শাকিল, পাভেল আহমেদ প্রমুখ। এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন যদি সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন হলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে।
×