ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় পুলিশ কর্মকর্তাসহ দুদকের তালিকায় আরও ৮জন

স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১১:৫২, ৭ নভেম্বর ২০১৯

স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইমাম ইবনে রজবকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বুধবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ে প্রথমে হাজির হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন এবং বেলা সাড়ে ১১টায় উপস্থিত হন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইমাম ইবনে রজব। দুদকের ২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তারা দুদক কার্যালয় থেকে বের হয়ে আসেন। দুদক জানিয়েছে, অবৈধ সম্পদ ও অন্যান্য দুর্নীতির অনুসন্ধানের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ১১ নবেম্বর একই অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আখতারুজ্জামান জামান ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই অভিযোগ ও অনুসন্ধানের তালিকায় ৬ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। জানা যায়, জেলা উপজেলা পর্যায়ের দিনাজপুর সদরে ৪ জন রাজনীতিক ও ৬ পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ ও অন্যান্য দুর্নীতির অনুসন্ধানে মাঠে নেমেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়। মোট ১০ জনের মধ্যে ৪ জন রাজনীতিক ব্যক্তিকে তলবের নোটিস দেয়া হয়। যার মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং আগামী ১১ নবেম্বর বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও শীঘ্রই বাকি ৬ পুলিশ কর্মকর্তারও আয় ও দুর্নীতির অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দুদক। ওই ৬ পুলিশ কর্মকর্তারা হলেন- দিনাজপুর কোতোয়ালি থানার সদ্য বদলিকৃত পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মনছুর আলী ম-ল, নীলফামারী সৈয়দপুর জিআরপি পুলিশের পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার পরিদর্শক (ওসি) শাহরিয়ার ও দিনাজপুর ট্রাফিক পুলিশের সাবেক পরিদর্শক সাদাকাতুল বারী। দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ১১ নবেম্বর আরও ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও বাকি ৬ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
×