ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

সীতাকুণ্ডে সেনাসদস্য নিহত

প্রকাশিত: ১১:৫২, ৭ নভেম্বর ২০১৯

সীতাকুণ্ডে সেনাসদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৬ নবেম্বর ॥ সীতাকুণ্ডে দুই কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে শেখ সাব্বির আহাম্মদ (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অপর সেনা সদস্য আনোয়ার হোসেন। মঙ্গলবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য খুলনা জেলার ফুলতলা শিরোমনি এলাকার পশ্চিম পাড়ার শেখ জামিল আহম্মেদের পুত্র এবং বাংলাদেশ সেনাবাহিনাী ভাটিয়ারি বিএমএ কর্মরত ছিলেন। জানা যায়, মঙ্গলবার রাতেই চট্টগ্রাম নগরীর নিউমার্কেট থেকে মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সলিমপুর ফৌজদার হাট পুলিশ ফাঁড়ি অতিক্রমকালে ঢাকামুখী লাইনে দুই কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাব্বির ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আহত অপর সেনা সদস্য আনোয়ারকে পুলিশ উদ্ধার করে বিএমএ হাসপাতালে ভর্তি করান। বরিশালে শিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনের সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় তিবা খানম (৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা গেছে, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল ছুটি হলে প্লের শিক্ষার্থী ও বাবুগঞ্জ বাজারের বাসিন্দা লিটু খানের কন্যা তিবা খানম তার মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসার উদ্দেশে যাচ্ছিল। এ সময় মীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তিবাকে পেছন দিক থেকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×