ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাড়াশে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১১:৫০, ৭ নভেম্বর ২০১৯

তাড়াশে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ জিকেএস স্কুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, জেলা নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে স্থানীয় কতিপয় নেতাকর্মী তাদের গাড়ি বহরে হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ভাংচুর করে। এরপর নেতৃবৃন্দ বিষয়টি তাড়াশ থানাকে অবগত করে বের হওয়ার সময় আবারও থানা গেট এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, তাড়াশ আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাঈদুর রহমান, সদস্য জিয়াউর রহমান জিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনাকে তাড়াশ উপজেলা বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপকে দায়ী করে আসছে। বাউফল পৌর ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৬ নবেম্বর ॥ জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বাউফল পৌরসভার নবনির্মিত তিলতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল এ ভবনের উদ্বোধন করেন। পৌরসভার ইঞ্জিনিয়ার মু. আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন, সাবেক শিক্ষা অফিসার বজলুর রশিদ, কাউন্সিলর ফরহাদ হোসেন ও কবির হোসেন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ। পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের দান করা ৫২ শতাংশ জমিতে ৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এ পৌর ভবন নির্মাণ করা হয়। পৌরসভার প্রবেশ দ্বারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের এক বিশাল প্রতিকৃতি স্থাপন করায় পৌরভবনটি দৃষ্টিনন্দন হয়েছে ।
×