ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরিদ্র ডায়ালাইসিস রোগীর সহায়তায় রহিম স্টিল

প্রকাশিত: ১১:৪৯, ৭ নভেম্বর ২০১৯

দরিদ্র ডায়ালাইসিস রোগীর সহায়তায় রহিম স্টিল

বাংলাদেশে এখন কিডনি রোগে আক্রান্ত অনেক দরিদ্র রোগী রয়েছেন যারা শুধু আর্থিক অনটনের কারণে ডায়ালাইসিস কেন্দ্রে গিয়ে সময়মতো চিকিৎসা তথা ডায়ালাইসিস করাতে পারেন না। ঢাকার ধানম-ির গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সচ্ছল ব্যক্তিগণের আর্থিক সহায়তায় এ ধরনের রোগীদের স্বল্প ব্যয়ে ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি রহিম স্টিল মিলস্ এর পক্ষ থেকে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে দরিদ্র কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা সেবা প্রদানের জন্য আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ডাঃ মহিব উল্লাহ খন্দকারসহ অন্য বিশেষজ্ঞগণ এবং রহিম স্টিল মিলসের পক্ষে পরিচালক ফাতেমা রহমান এবং মিসেস সালমা রহিম হক উপস্থিত ছিলেন। সভায় ডাঃ জাফরুল্লাহ এবং রহিম স্টিল মিলসের পরিচালক সালমা রহিম হক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সভায় বক্তাগণ এ কেন্দ্রের উত্তরোত্তর সেবার মান বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি সাত রোহিঙ্গা আটক নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৬ নবেম্বর ॥ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- রোহিঙ্গা নাগরিক মোঃ ইলিয়াছ, জহির আলম, মোঃ রফিক, আলী হোসেন, মোহাম্মদ রফিক, মোঃ সাকের ও সামশুল আলম। বুধবার ভোরে এসব রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়। ইলিশ চুরি! স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাতের আঁধারে তালা ভেঙ্গে ইলিশ চুরির ঘটনা ঘটেছে। নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের পেছনের কাঁচাবাজারে ব্যবসায়ী অবদুস সাত্তারের দোকানে এই চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের কোন এক সময় এই ইলিশ চুরির ঘটনা ঘটেছে। আবদুস সত্তার জানান, তার দোকানে বিক্রির জন্য মঙ্গলবার মোট সাতমণ ইলিশ মজুদ করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন তার দোকানের তালা নিচে ভেঙ্গে পড়ে আছে। অন্য একটি তালা দোকানে লাগানো আছে। এ ঘটনায় নৈশপ্রহরী আবদুর রশিদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানটির তালা ভাঙ্গা দেখেন। দোকান খোলা থাকায় এ সময় তিনি নিজ উদ্যোগেই একটি তালা লাগিয়ে দেন। সকালে তার কাছ থেকে চাবি নিয়ে দোকান খুলে দেখেন সাতমণ ইলিশের মধ্যে চারমণ ইলিশই নেই!
×