ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌথ গবেষণা প্রকাশ

২৯ কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র স্থাপন হুমকিতে ফেলবে

প্রকাশিত: ১১:১২, ৭ নভেম্বর ২০১৯

২৯ কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র স্থাপন হুমকিতে ফেলবে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদন ৬৩ গুণ বাড়াতে চীন, যুক্তরাজ্য, জাপান ও ভারত প্রভাবিত করছে। নতুন ২৯টি কয়লা-নির্ভর তাপবিদ্যুত কেন্দ্র স্থাপন করলে বাংলাদেশের জন্য এটি হবে ভয়াবহ কার্বন বিস্ফোরণের ঘটনা। আর এতে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাবের ফলে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর অস্তিত্বকে চরম হুমকির মুখে ফেলবে। বিদ্যুতের চাহিদা মেটাতে বিশ্বের অধিকাংশ দেশ যখন বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে সেখানে বাংলাদেশ কয়লা-নির্ভর বিদ্যুত কেন্দ্র স্থাপন, মূলত আত্মহননের নামান্তর। কয়লাভিত্তিক নতুন বিদ্যুত কেন্দ্র নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় মার্কেট ফোর্সেস ও থ্রি ফিফটির যৌথ গবেষণা প্রকাশকালে তারা এসব কথা বলেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে কয়লায় শ্বাসরুদ্ধ : কার্বন বিপর্যয়ের মুখে বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরেন। এ সময় বাপার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্রতীর নির্বাহী প্রধান শারমীন মুরশিদ এবং লিগ্যাল ইকোনমিস্ট এমএস সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ক্রমবর্ধমান বিদেশী অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের সংখ্যা ১টি থেকে বাড়িয়ে ৩০টিতে উন্নীত করা হবে, বিদ্যমান ৫২৫ মেগাওয়াটের বিপরীতে কয়লা বিদ্যুত উৎপাদন ৩৩ হাজার ২শ’ ৫০ মেগাওয়াটে উন্নীত করবে।
×