ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাঁসি দেয়া হতো যে হোটেলে

প্রকাশিত: ১১:১১, ৭ নভেম্বর ২০১৯

ফাঁসি দেয়া হতো যে হোটেলে

ব্রিটেনের ওয়েলসের স্কিরিড মাউন্টেন ইন হোটেলটি কে বা কারা তৈরি করেছেন তা নিয়ে কোন ইতিহাস না থাকলেও এর সঙ্গে জড়িয়ে আছে ৯০০ বছরের পুরনো ইতিবৃত্ত। এটি ছিল মূলত একটি মদের দোকান। পরে খদ্দের বেড়ে যাওয়াতে এটি পরিণত হয় হোটেলে। তখন হোটেলের নিচের ফ্লোরটি যেখানে কোর্টরুম ছিল সামান্য ভেড়া চুরির অপরাধেও সেখানে মৃত্যুদ-ের মতো কঠিন শাস্তি দেয়া হতো বলে জনশ্রুতি রয়েছে। স্কিরিড মাউন্টেন হোটেলের সঙ্গে জড়িয়ে আছে এক বিপ্লবের কথা। ১৪০০ সালে রাজা চতুর্থ হেনরির বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়েলসের অধিবাসীরা। বিদ্রোহ দমনের লক্ষ্যে প্রায় ১৮০ বিদ্রোহীকে বন্দী করে স্কিরিড মাউন্টেন হোটেলে ফাঁসিতে ঝোলানো হয়। এরপর থেকে হোটেলটি ঘিরে নানা অতিপ্রাকৃত ঘটনার কথা শোনা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন, স্কিরিড মাউন্টেন হচ্ছে কয়েকটি ভূতের আবাসস্থল। সেখানে রাত যাপনকারী অনেকেই নানা সময়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা বলেছেন। হোটেলে থাকতে গিয়ে অনেকেই আচমকা বিভিন্ন কড়িকাঠে মানুষের লাশ ঝুলতে দেখেছেন। অনেকে আবার বলেছেন এমন অদ্ভুত অনুভূতির কথা যে, রাতে ঘুমন্ত অবস্থায় যেন মনে হয়েছে কেউ তার গলায় অদৃশ্য দড়ি পরাচ্ছেন। আইটিভির ‘এক্সট্রিম ঘোস্ট স্টোরিস’ নামের ডকুমেন্টরি টিভি সিরিজেও স্কিরিড মাউন্টোনের ভুতুড়ে ঘটনাগুলো নিয়ে ছবি বানানো হয়েছিল। -ডেইলি মেইল
×