ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ চার দফা জানাজার পর খোকার লাশ দাফন

প্রকাশিত: ১১:১১, ৭ নভেম্বর ২০১৯

আজ চার দফা জানাজার পর খোকার লাশ দাফন

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার ঢাকায় ৪ দফা জানাজা শেষে জুরাইন গোরস্তানে মায়ের কবরে সমাহিত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়ার মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। এদিকে পূর্বঘোষিত কর্মসূচী হিসেবে বিএনপি খোকার মৃত্যুতে বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে শোক কর্মসূচী পালন করছে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন সাদেক হোসেন খোকা। ওই দিনই যুক্তরাষ্ট্রে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তার লাশ নিয়ে স্বজনরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক ত্যাগ করেন। সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইসরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেক প্রমুখ। আজ সকাল সোয়া ৮টায় তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। তার লাশ গ্রহণ করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত থাকবে বলে জানা গেছে। বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে খোকার লাশবাহী কফিন রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে এক ঘণ্টা রাখার পর কফিন বাদ জোহর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হবে। সেখানে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন ও তৃতীয় নামাজে জানাজা এবং বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে মেয়র সাঈদ খোকনসহ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। সাদেক হোসেন খোকার সম্মানে আজ বৃহস্পতিবার এই সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে খোকার লাশ নেয়া হবে গোপীবাগের নিজ বাসায়। সেখানে আত্মীয়স্বজনদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আছর ধূপখোলা মাঠে ৫ম এবং শেষ জানাজা শেষে জুরাইন গোরস্তানে মায়ের কবরেই লাশ দাফন করা হবে। খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল জানান, পরিবারের সিদ্ধান্ত ছিল বাবা-মায়ের কবরের পাশেই ওনাকে শায়িত করা হবে। কিন্তু মায়ের কবরের পাশে বা বাবার কররের পাশে কোন খালি জায়গা নেই। আর জায়গা পাওয়া গেছে অনেক দূরে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় মায়ের কবরেই তাকে শায়িত করা হবে। খোকার মৃত্যুতে বুধবার পূর্বঘোষিত কর্মসূচী হিসেবে বিএনপি রাজধানী ঢাকাসহ সারাদেশে শোক দিবস কর্মসূচী পালন করছে। কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ ও কোরানখানির আয়োজন করা হয়।
×