ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০ প্রেক্ষাগৃহে ‘কণ্ঠ’

প্রকাশিত: ০৯:৩৩, ৭ নভেম্বর ২০১৯

 ২০ প্রেক্ষাগৃহে ‘কণ্ঠ’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আগামীকাল মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় কলকাতার চলচ্চিত্র ‘কণ্ঠ’। জয়া আহসান ও পাওলি দাম অভিনীত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিনেত্রী জয়া আহসান, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। গুলজার বলেন, মানসম্পন্ন শৈল্পিক চলচ্চিত্র পরিবেশন করাই ইমপ্রেস টেলিফিল্মের মূল লক্ষ্য। ‘সাফটা’ চুক্তির নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে চলচ্চিত্রটি একযোগে ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। নির্মাতা নন্দিতা রায় বলেন, তার অনেক স্বপ্ন ছিল ‘কণ্ঠ’ বাংলাদেশে মুক্তি পাবে, বাংলাদেশের জনগণ চলচ্চিত্রটি দেখবে। ‘কণ্ঠ’ শুধু একটি চলচ্চিত্রই নয়, বেঁচে থাকার একটি লড়াই। আরেক নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, দর্শকরা চলচ্চিত্রটি দেখে ভাল লাগবে বলে তার বিশ্বাস। সংবাদ সম্মেলনে জয়া আহসান চলচ্চিত্রে গল্প সম্পর্কে এবং এতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানান। বিশেষ কারণে এর আরেক অন্যতম অভিনেত্রী পাওলি দাম বিশেষ কারণে বাংলাদেশে আসতে পারেনি। ‘কণ্ঠ’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে। এতে আরও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ। ‘কণ্ঠ’ চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশের যে সকল প্রেক্ষাগৃহে একইদিন মুক্তি পাবে সে হলগুলোর মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, শ্যামলী সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতা, বর্ষা (জয়দেবপুর), বগুড়ার সোনিয়া ও মম ইন, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমাপ্লেস ও আলমাস, ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শংখ, লিবার্টি (খুলনা), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), চম্পাকলি (টঙ্গী), মর্ডান (দিনাজপুর) এবং নন্দিতা (সিলেট)সহ আরও কয়েকটি সিনেমা হলে মুক্তি পাবে। এদিকে সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতায়ও মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘খাঁচা’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকরাম খান। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ। এ চলচ্চিত্রে গল্পে দেখা যাবে ১৯৪৭ সালের দেশভাগের পটভূমি। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোন না কোন বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপোড়েন নিয়েই ‘খাঁচা’ চলচ্চিত্রের গল্প।
×