ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জন্মদিনে ইমন খানের ‘বিদ্রোহী’

প্রকাশিত: ০৯:৩৩, ৭ নভেম্বর ২০১৯

 জন্মদিনে ইমন খানের ‘বিদ্রোহী’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম তরুণ প্রতিভাবান মঞ্চশিল্পী, মডেল ও উপস্থাপক ইমন খান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম নিয়ে মাহমুদ উল্লাহর রচনা ও নূর হোসেন রানার নির্দেশনায় জেনেসিস থিয়েটারের ‘দামাল ছেলে নজরুল’ নাটকের কেন্দ্রীয় নজরুল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মেধাবী অভিনেতা ইমন খান। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত উপস্থাপক ও অভিনয় শিল্পী ইমন খানের জন্মদিন আগামীকাল। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ পারফর্মে অংশ নেবেন ইমন। জানা যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ২ নবেম্বর থেকে চলছে যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভুক্ত বিভিন্ন সংগঠন ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনের সাংস্কৃতিক কমিটির সদস্য ইমন খান। যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনীর দিন আগামীকাল, এদিন ইমন খানের জন্মদিন। নিজের জন্মদিন প্রসঙ্গে ইমন খান বলেন, শিল্পকলা একাডেমিতে যুবমেলার সমাপনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি অভিনয় ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মাঝে উপস্থাপন করব, সেই সঙ্গে ঐতিহাসিক বাংলার ছয় দম্পতি নিয়ে তৈরি একটি ফ্যাশন শোতে অংশ নেব। যেখানে হাসিনা মুক্তার কোরিওগ্রাফিতে আমার সহশিল্পী হিসেবে থাকবে নুসরাত লিয়া, নূর হোসেন রানা, রেশমা জাহান, নেয়ামত উল্লা বাবু, সাজিয়া রহমান, ইকবাল, রাসনা, মিরাজ, সুমনা, সাজিদুল ইসলাম দুলাল ও প্রীতি। আশা করছি আয়োজনটি দর্শকদের ভাল লাগবে। ইমন খান আরও বলেন, যুব উন্নয়ন অধিদফতর এবারই প্রথম এতটা বড় পরিসরে যুব উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে দর্শকদের জন্য এক সপ্তাহের মিলনমেলার আয়োজন করেছে। যেখানে সবার মাঝেই ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। যা একটি দৃষ্টান্ত হয়ে থাকল। আর জন্মদিনে প্রতি বছরই একটা নতুন কিছু করা হয়। কিন্তু এবার ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনার কাজে ব্যস্ত থাকায়, এবারের নতুন কিছু এই অনুষ্ঠানকে ঘিরেই। শিল্পী হিসেবে আরও ভাল ভাল কাজ যেন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ চাই। জন্মদিন উপলক্ষে ইমন খানের জন্য অনেক অনেক শুভকামনা।
×