ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ডাকে’ যাত্রাপালার উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৯:৩২, ৭ নভেম্বর ২০১৯

 ‘বঙ্গবন্ধুর ডাকে’ যাত্রাপালার উদ্বোধনী মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বিশিষ্ট যাত্রানট-নির্দেশক ও পালাকার মিলন কান্তি দে রচিত বঙ্গবন্ধু বিষয়ে প্রথম যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাফল্যের সঙ্গে মঞ্চায়িত হচ্ছে। এরই পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাভিত্তিক আরেকটি পালা লিখেছেন ‘বঙ্গবন্ধুর ডাকে।’ আগামীকাল শুক্রবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমির উদ্যোগে এবং সন্ধ্যা ৭টায় পালাটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। মঞ্চায়নের উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। পালাটি বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রযোজনায় পরিবেশিত হচ্ছে। পালাটির মঞ্চায়ন প্রসঙ্গে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আগামী বছর সারাদেশে সাড়ম্বরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপিত হবে । এ দুটি বিষয়কে সামনে রেখে আমাদের এই পালা মঞ্চায়নের উদ্যোগ নিয়েছি। এর আগেও ময়মনসিংহ শহরে মিলন কান্তি দের ‘বাংলার মহানায়ক’ পালাটি মঞ্চায়িত হয়েছে। এ প্রসঙ্গে পালা লেখক বলেন, বঙ্গবন্ধুকে আমি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ, একজন নিখাদ সংস্কৃতি অনুরাগী, একজন দার্শনিক, মানবপ্রেমিক- এভাবে গভীর অনুভূতির সঙ্গে পর্যবেক্ষণ করেছি। তাঁকে দেখা এবং জানার অভিজ্ঞতাটুকুই আমার যাত্রাপালায় প্রকাশ করেছি। ‘বাংলার মহানায়ক’ পালায় বঙ্গবন্ধুকে সরাসরি মঞ্চে এনেছি। ‘বঙ্গবন্ধুর ডাকে’ যাত্রাপালায় বঙ্গবন্ধুকে মঞ্চে আনা হয়নি। তবে দর্শক বুঝবেন নেপথ্যের মূল চালিকাশক্তি ও প্রেরণাদাতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবুল বাশার ফকিরের নির্দেশনায় ‘বঙ্গবন্ধুর ডাকে’ যাত্রাপালায় অভিনয় করবেন শফিকুল ইসলাম লিটন, আবুল বাশার ফকির, শাহ মোহাম্মদ আলী, আবুল হাশেম, আলামিন সানি, কামরুজ্জামান মানিক, মোবারক আলী, আজিজুল হক বাদল, মোতাহার হোসেন, শেখ মোহাম্মদ লিয়াকত আলী, আকবর হোসেন, শেখ আফাজ উদ্দিন, আকবর আলী, মেহেদী হাসান, আমিনুল হক, আমিরুল হক, আবুল কাশেম, মোঃ ফরহাদ, রুনা, মমতাজ বেগম, গৌরী (বড়), গায়ক ফকির নজরুল ও স্মারক রাজ্জাক গোঁসাই।
×