ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রফতানি বহুমুখীকরণে ১৬ খাতকে গুরুত্ব প্রদানের পরামর্শ

প্রকাশিত: ০৯:১৮, ৭ নভেম্বর ২০১৯

 রফতানি বহুমুখীকরণে ১৬ খাতকে গুরুত্ব প্রদানের পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক নির্ভরতা থেকে বের হয়ে রফতানিতে বহুমুখীকরণে ১৬টি খাতকে গুরুত্ব দিতে বাংলাদেশ সরকারকে জোর দেয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ কার্যালয়ের উপ-প্রধান জনি ওয়াগনার বলেন, আমাদের গবেষণায় সিরামিকস, নবায়নযোগ্য জ্বালানি, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ শিল্পসহ ১৬টি প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় খাত নির্ধারণ করা হয়েছে। এগুলোর রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
×