ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্মিথ ঝড়ে উড়ে গেল পাকিস্তান

প্রকাশিত: ১১:৫০, ৬ নভেম্বর ২০১৯

স্মিথ ঝড়ে উড়ে গেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাগ্য বাবর আজমের। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েও দলকে জেতাতে পারছেন না রঙিন পোশাকে পাকিস্তানের নতুন অধিনায়ক। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টি২০তে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তার দল। বুধবার ক্যানবেরায় ৬ উইকেটে ১৫০ রান করেছিল সফরকারীরা। বৃষ্টিতে ভেস্তে যাওয়া প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা বাবর এদিন আউট হন ঠিক ৫০ রানে। জবাবে ম্যাচের নায়ক স্টিভেন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো ঘরের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আগের সিরিজে লঙ্কানদের তুলোধুনো করেছিলেন ডেভিড ওয়ার্নার। এবার জ্বলে উঠলেন আরেক তারকা। ৫১ বলে ৮০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন স্মিথ। পার্থে শুক্রবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি২০। সর্বশেষ দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে দু’দল। টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। ব্যক্তিগত ২ ও ৬ রানে আউট হন ফখর জামান ও হারিস সোহেল। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বাবর ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ৩৮ বলে ৬ চারে ঠিক ৫০ রান করে রান আউট হন পাকিস্তান অধিনায়ক। ১০৬ রানে ৫ উইকেট হারানোর পর সফরকারীদের সংগ্রহটা দেড় শ’ তে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ইফতিখারের। ২৯ বলে ফিফটি করা ইফতিখার মাত্র ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার এ্যাশটন এ্যাগার। লক্ষ্য তাড়ায় ৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক এ্যারন ফিঞ্চ। তবে দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ওয়ার্নার ১১ বলে ৪ চারে করেন ২০, ফিঞ্চ ১৪ বলে ১৭। ৪৮ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার। এরপর বেন ম্যাকডেরমটের (২১) সঙ্গে ৫৮ ও এ্যাশটন টার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে ৯ বল বাকি থাকতেই স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন স্মিথ। এর মাঝে স্মিথ ফিফটি করেন ৩৬ বলে। ৫১ বলে ১১ চার ও এক ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক। টেস্ট ও ওয়ানডেতে স্মিথই অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান। কিন্তু টি২০তে সেটা বলার জো নেই। গড় বা স্ট্রাইকরেট কোনটাই তার নামের সঙ্গে ঠিক যায় না। ফলে আগামী টি২০ বিশ্বকাপের আগে দল গোছানোর সময়ে স্মিথকে ছাড়াই চিন্তা-ভাবনা শুরু করা দরকার, এমন একটা আলোচনা চলছিল। সে আলোচনা এক ইনিংসেই উড়িয়ে দিলেন। স্কোর ॥ পাকিস্তান- ১৫০/৬ (২০ ওভার; বাবর ৫০, রিজওয়ান ১৪, ইফতিখার ৬২*; কামিন্স ১/১৯, এ্যাগার ২/২৩)। অস্ট্রেলিয়া- ১৫১/৩ (১৮.৩ ওভার; ওয়ার্নার ২০, ফিঞ্চ ১৭, স্মিথ ৮০*, ম্যাকডেরমটের ২১; ইরফান ১/২৭, আমির ১/৩২)। ফল ॥ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ স্মিথ (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ তিন ম্যাচের টি২০ অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
×