ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

প্রকাশিত: ১১:৪৭, ৬ নভেম্বর ২০১৯

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

মিথুন আশরাফ ॥ ‘ভারতে এসে যদি কোন দল ওদের হারাতে পারে, সেটা বাংলাদেশ।’-কথাগুলো দিল্লীতে প্রথম টি২০ চলার মাঝখানেই বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই ম্যাচ বাংলাদেশ ঠিকই ৭ উইকেটে জিতে নেয়। এখন সামনে তিন ম্যাচের টি২০ সিরিজ জেতার আশা আছে। সেই আশা পূরণ হলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজকোটে দ্বিতীয় ও রবিবার নাগপুরে তৃতীয় ও শেষ টি২০’র মধ্যে যে কোন একটি ম্যাচ জিতলেই হয়ে যাবে। প্রথমবারের মতো ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েই বাজিমাত করবে। প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জেতার ইতিহাস গড়বে টাইগাররা। ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে তাদের হারানো যে কতটা কঠিন তা প্রতিটি দলই বুঝেছে। ২০১৩ সাল থেকেই একচেটিয়া দাপট দেখিয়ে চলেছে ভারত। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০১৫ সালে) একবার করে টি২০ ও ওয়ানডে সিরিজ এবং এ বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একবার করে টি২০ ও ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। এছাড়া আর কোন সিরিজেই হার হয়নি। এছাড়া সব ফরমেট মিলিয়ে ৩৪টি দ্বিপক্ষীয় সিরিজের মধ্যে ৩০টি সিরিজেই হার হয়নি। দেশের মাটিতে কতটা বিপজ্জনক দল ভারত। তা বোঝাই যাচ্ছে। এই দলকেই টালমাটাল করে দিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে দিল্লীতে জেতা প্রথম টি২০’র আগে কখনই জিততে পারেনি বাংলাদেশ। ১৯৯০ সাল থেকে তিনটি ওয়ানডে, একটি টেস্ট ও একটি টি২০ খেলে সবকটিতে হেরেছিল। এবার ভারতকে ভারতের মাটিতে হারানোর স্বাদ পূরণ হয়েছে। কখনই ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। এবার সেই সুযোগ পেতেই ভারতকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ কেমন ভয়ঙ্কর দল। সুযোগ পেলে ছাড় নয়। হারের লজ্জায় ডুবিয়ে দেবে। বাংলাদেশ প্রথম টি২০তে ডুবিয়ে দিয়েছেও। ভারতের বিরুদ্ধে টানা আটটি টি২০ হেরেছিল বাংলাদেশ। এরমধ্যে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে শেষ বলে গিয়ে ১ রানের হার এবং নিদাহাস ট্রফিতে গত বছর কলম্বোয় শেষ বলে গিয়ে ৪ উইকেটের হারটি এতদিন ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছিল। অবশেষে ভারতকে টি২০তে হারানো গেছে। সেই দাগও দূর হয়েছে। এখন জয়ের আনন্দ ভালভাবে উদযাপন করা যাবে, যদি বৃহস্পতিবার অথবা রবিবারের ম্যাচের মধ্যে যে কোন একটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়া যায়। বাংলাদেশ কী পারবে সিরিজ নিজেদের করে নিতে? ভারত সফরের আগে বাংলাদেশ ক্রিকেটই টালমাটাল হয়ে গিয়েছিল। ক্রিকেটারদের আন্দোলনে ভারত সফরই অনিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বিসিবির আশ্বাসে, দাবি-দাওয়া মেনে নেয়ায় আন্দোলন দ্রুতই থামে। আন্দোলন থামতেই সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার বিষয়টি সামনে চলে আসে। যা বাংলাদেশ ক্রিকেটারদের মনোবলে বড় ধরনের ধাক্কা দেয়। সেই ধাক্কা সামাল দিয়ে সাকিবহীন দল নিয়ে কি দুর্দান্ত খেলল বাংলাদেশ। পারিবারিক কারণে তামিম ইকবালও নেই। সাকিব, তামিমের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ইনজুরির পুনর্বাসনের জন্য সিরিজে নেই। যিনি নিচের সারিতে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং ‘ব্রেক থ্রু’ এনে দেয়ায় পারদর্শী হয়ে উঠেছেন। সাকিব, তামিম, সাইফউদ্দিন না থাকাতে দল এমনিতেই দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাদের না থাকাই যেন দলের ক্রিকেটারদের আরও চাঙ্গা করে তোলে। একটা জেদ ঢুকে যায় জেতার। সাকিব, তামিমের জন্যই জেতার আশা আরও বেড়ে যায়। তাছাড়া ব্যাঙ্গালুরুতে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম মিলে যে জেতা ম্যাচ শেষ পর্যন্ত জেতাতে পারেননি। তীরে এসে তরী ডুবিয়েছেন, সেই বিষয়টিও মাথায় ছিল। তাই খুব সুন্দরভাবে সুযোগ কাজে লাগান এবার মুশফিক। সঙ্গে থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহও। এখন সিরিজ জেতার অপেক্ষা। রাজকোটেই কী তা সম্ভব? যদিও সাইক্লোন ‘মহা’র কারণে শেষ পর্যন্ত খেলা হবে কিনা, তা নিয়েই আছে শঙ্কা। দিল্লীতে বায়ু দূষণে খেলা গেছে। বাংলাদেশ জিতেছেও। কিন্তু যদি সাইক্লোন হয় কিংবা বৃষ্টি পড়তে থাকে তাহলে খেলা হওয়ার কোন সম্ভাবনাই নেই। তখন রবিবারের তৃতীয় টি২০ই সিরিজ ফয়াসালার ম্যাচ হয়ে দাঁড়াবে। তাতে বাংলাদেশেরই বেশি সুবিধা হবে। রাজকোটের ম্যাচটি যদি সাইক্লোন ‘মহা’র তা-বে না হয়, তাহলে প্রথমবারের মতো সিরিজ খেলতে গিয়েই বাংলাদেশ হারছে না তা নিশ্চিত হয়ে যাবে। তখনও ১-০ ব্যবধানে বাংলাদেশই এগিয়ে থাকবে। তৃতীয় ওয়ানডেতে ভারত যে করেই হোক জিতে সিরিজে সমতা আনতে চাইবে। তাতে করে ভারত ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হবে। এমনিতেই প্রথম টি২০ হেরে মহাচাপে আছেন ভারতীয় ক্রিকেটাররা। যদি দ্বিতীয় টি২০ না হয় তাহলে তৃতীয় টি২০তে সিরিজ রক্ষার লড়াইয়ে নামতে হবে। সেই চাপে ভুলও হতে পারে বেশি। যে ভুল বাংলাদেশের জন্যই ভাল হবে। সেই ভুলে সুযোগ নিয়ে যদি কোনভাবে জয় তুলে নেয়া যায় তাহলেই সিরিজ বাংলাদেশের হয়ে যাবে। রাজকোটে দ্বিতীয় টি২০ হলে এই ম্যাচেও ভারত যে চাপে থাকবে তাতে সুযোগ বুঝে জয় তুলে নেয়া গেলেই সিরিজ জিতবে বাংলাদেশ। তখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়ে যাবে। ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে যেমন প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, ঠিক তেমনটি এবার ভারতের মাটিতে হয়ে যাবে। তখন ভারতের মাটিতে সব ফরমেট মিলিয়ে ২০১২ সালের (পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছিল) পর দক্ষিণ এশিয়ার কোন দল ভারতের বিরুদ্ধে সিরিজ জিতবে। হাতে থাকা দুই টি২০’র মধ্যে যে কোন একটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জেতার ইতিহাস গড়ে ফেলবে বাংলাদেশ।
×