ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের প্রথম অনলাইন এয়ার টিকেটিং পোর্টাল ‘এমি’র যাত্রা শুরু

প্রকাশিত: ১১:০৫, ৬ নভেম্বর ২০১৯

দেশের প্রথম অনলাইন এয়ার টিকেটিং পোর্টাল ‘এমি’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিমানযাত্রীদের টিকেট কাটার ভোগান্তি দূর করতে চালু করা হয়েছে বিশেষ পোর্টাল। এতে বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইটের টিকেট কাটা যাবে একই পোর্টাল থেকে। ভ্রমণপিপাসু ও পর্যটকদের জন্য অনলাইনে এয়ার টিকেটিং সেবাকে আরও সহজ করতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম অনলাইন এয়ার টিকেটিং ওয়েব পোর্টাল ‘এমি’। অনলাইনে এয়ার টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রায়ই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় গ্রাহকদের। বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের সময় ও ভাড়া প্রতিনিয়ত পরিবর্তনশীল হওয়ায় সুবিধা মতো সময়ে এবং সঠিক দামে ফ্লাইটের টিকেট বেছে নিতে বেশ বেগ পেতে হয় গ্রাহকদের। আন্তর্জাতিক রুটের ফ্লাইটসমূহের সময়সূচী ও ভাড়া জানতে বিভিন্ন বিদেশী ওয়েব পোর্টাল থাকলেও দেশের অভ্যন্তরীণ (ডোমেস্টিক) এবং বাংলাদেশী বেসরকারী বিমান সংস্থাগুলো দ্বারা পরিচালিত আন্তর্জাতিক রুটের ফ্লাইটসমূহের তথ্য সচরাচর পাওয়া যায় না এসব পোর্টালে।
×