ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন

১৭ মার্চ যমুনায় বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ১১:০৩, ৬ নভেম্বর ২০১৯

১৭ মার্চ যমুনায় বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ও নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ ২০২০ সালের মার্চে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে রেলসেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণ কাজ শুরুর। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৪ বছরের মধ্যে সেতুর নির্মাণ শেষ হবে। তিনি মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ প্রান্তের বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান ও সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের প্রস্তাবিত কন্টেনার নির্মাণের স্থানসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। উল্লেখ্য, এদিন মন্ত্রী টাঙ্গাইলেও সেতু এলাকা পরিদর্শন করেন।
×