ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক ছুটি তিন দিন

প্রকাশিত: ১১:০৩, ৬ নভেম্বর ২০১৯

সাপ্তাহিক ছুটি তিন দিন

পুরো বেতনে সাপ্তাহিক চার কর্মদিবস নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট জাপান। এতে বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পশ্চিমের মতোই জাপানে সাপ্তাহিক কর্মদিবস সোমবার থেকে শুক্রবার। শনিবার ও রবিবার সাপ্তাহিক বন্ধ। চার কর্মদিবসের পরীক্ষায় দেশটিতে ২০১৯ সালের আগস্ট মাসের প্রতি শুক্রবারও অফিস বন্ধ রাখা হয়েছে। আর প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের দেয়া হয়েছে ‘বিশেষ ছুটি’, যার জন্য কোন বেতন কাটা হয়নি। কর্মদিবস চারদিন করার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সভার জন্য সর্বোচ্চ সময় রাখা হয়েছে ৩০ মিনিট। আর মুখোমুখি আলোচনার বিকল্প হিসেবে অনলাইন আলোচনায় কর্মীদের উৎসাহ দেয়া হয়েছে। উল্লেখ, বিশ্বের সবচেয়ে দীর্ঘ কর্মঘণ্টার দেশগুলোর একটি জাপান। ২০১৭ সালের এক জরিপে দেখা গেছে, জাপানী প্রায় এক চতুর্থাংশ প্রতিষ্ঠানের কর্মীরা মাসে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম করে থাকেন, আর সেজন্য প্রায়ই তারা কোন বাড়তি অর্থ পান না। -বিবিসি
×