ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজকোটে ফুরফুরে মেজাজে টাইগাররা

প্রকাশিত: ১১:০২, ৬ নভেম্বর ২০১৯

রাজকোটে ফুরফুরে মেজাজে টাইগাররা

মিথুন আশরাফ ॥ দিল্লীতে জেতা প্রথম টি২০র আগে সে দেশের মাটিতে কখনই জিততে পারেনি বাংলাদেশ। যখন জয় মিলেছে, তখন ক্রিকেটাররা চাঙ্গা হয়ে উঠেছেন। মানসিক ভিত এতটাই শক্ত হয়ে গেছে এখন রাজকোটে বৃহস্পতিবার দ্বিতীয় টি২০ ম্যাচেও জেতার আশা করছেন। ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। সিরিজ তিন ম্যাচের। প্রথম টি২০ জেতায় ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দ্বিতীয় টি২০ ও রবিবার নাগপুরে তৃতীয় ও শেষ টি২০র মধ্যে যে কোন একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ জয় হয়ে যাবে। বাংলাদেশ আসলে রাজকোটে জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায়। এক ম্যাচ আগেই সিরিজ জিততে চায়। এজন্য দিল্লী থেকে সোমবার রাজকোটে গিয়ে মঙ্গলবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে খেলা। রাত সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। এই স্টেডিয়ামেই পুরোদমে চলছে অনুশীলন। আজ দ্বিতীয়দিনের মতো এই স্টেডিয়ামে অনুশীলন করে বৃহস্পতিবার দ্বিতীয় টি২০ খেলতে নামবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মেজাজ ফুরফুরে, চনমনে থাকারই কথা। ভারতের বিরুদ্ধে কখনই এর আগে টি২০তে জিততে পারেনি। এবার জয় এসেছে। আবার অনুশীলনও করা গেছে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায়। সাইক্লোন ‘মহা’ নিয়ে অনেক কথা হচ্ছে। যেদিন খেলা সেদিন ‘মহা’র প্রভাব ভালভাবেই পড়তে পারে। এমনই ভারতের গণমাধ্যমে জানাচ্ছে। দিল্লীর বায়ু দূষণে খেলা গেছে। কিন্তু ‘মহা’র প্রভাবে কী খেলা যাবে? যেখানে খেলা হবে সেখানের আবহাওয়া নিয়ে ইন্টারনেট দুনিয়াতেও ভাল খবর নেই। বুধবার ও বৃহস্পতিবার প্রবলবর্ষণের সম্ভাবনা আছে। যদি বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি পড়ে তাহলে কিভাবে খেলা হবে? সেই প্রশ্নই দেখা দিয়েছে। যদিও এই ‘মহা’ নিয়ে বাংলাদেশ শিবিরে খুব বেশি চিন্তা হওয়ার কথা না। বাংলাদেশ দল এখন সিরিজে এগিয়ে আছে। যদি ‘মহা’র প্রভাবে রাজকোটে খেলা না হয় তাহলে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতি বেশি। দ্বিতীয় টি২০ না হলে বাংলাদেশ তখনও সিরিজে এগিয়ে থাকবে। রবিবার নাগপুরে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি সিরিজ ফয়াসালার ম্যাচ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ প্রথমবার সিরিজ খেলতে গিয়েই হারছে না তা নিশ্চিত হয়ে যাবে। ভারত মহাচাপে পড়ে যাবে। কারণ সিরিজ বাঁচাতে হলে তৃতীয় টি২০ তাদের জিততেই হবে। আর কোন গতি নেই। ভারত ক্রিকেটারদের চাপ তখন বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সুবিধা হয়ে ধরা দিতে পারে। সুযোগের সদ্ব্যবহার করা গেলে সিরিজ বাংলাদেশের হাতেই ধরা দিতে পারে। বাংলাদেশ দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব যেমন মঙ্গলবার অনুশীলন শেষে বলেছেন, ‘ড্রেসিং রুমের অবস্থা ভাল। আমরা পরের ম্যাচের (দ্বিতীয় টি২০) প্রস্তুতি নিচ্ছি। নিজেদের খেলা নিয়ে ভাবছি। নিজেদের সেরা পারফর্মেন্স করার পর দেখা যাবে। আপাতত সবার জায়গা থেকে আমাদের সেরা পারফর্মেন্সটা করার চেষ্টা করব। প্রথম ম্যাচে জেতার পর আমরা অনেক আত্মবিশ্বাসী আছি। আমরা আমাদের জায়গা থেকে ভাল অনুভব করছি। এটা পরের ম্যাচে আমাদের আরও ভাল খেলতে সাহায্য করবে।’
×