ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেল ব্রান্ডের সামগ্রী বাজারজাত করবে ইস্টার্ন লুব্রিকেন্টস

প্রকাশিত: ০৯:৪০, ৬ নভেম্বর ২০১৯

শেল ব্রান্ডের সামগ্রী বাজারজাত করবে ইস্টার্ন লুব্রিকেন্টস

বিশ্বখ্যাত শেল ব্রান্ডের পেট্রোলিয়াম সামগ্রী বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। এ কারণে ইস্টার্ন লুব্রিকেন্টস বেন্ডার্স লিমিটেড ও র‌্যাংকস পেট্রোলিয়াম লিমিটেড একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্যবসায় বৈচিত্র আনার জন্য বাংলাদেশে শেল ব্রান্ডের লুব্রিকেন্টস বাজারজাত করবে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের পাওয়ার সেক্টরে শেল ব্রান্ডের লুব্রিকেন্টস বিক্রয় এবং বন্টন করার জন্য প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে কাজ করবে। উল্লেখ্য, ইস্টার্ন লুব্রিকেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারী কোম্পানি। এর বর্তমান শেয়ার সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার এবং পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ৯৯ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৫১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৯৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×