ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ আলী যাকেরের জন্মদিন আজ

প্রকাশিত: ০৯:৩৭, ৬ নভেম্বর ২০১৯

অসুস্থ আলী যাকেরের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের থিয়েটার আন্দোলনের অন্যতম প্রথিকৃৎ খ্যাতিমান অভিনেতা আলী যাকের। জীবনের প্রায় পুরোটাই নাটকের জন্য ব্যয় করেছেন। মঞ্চে যেমন দাপুটে, তেমনি টেলিভিশনে জনপ্রিয়। স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক ছিলেন তিনি। কর্মময় জীবনের এ পর্যায়ে এসে অসুস্থ হয়ে পড়েছেন। তেমন সামনে আসেন না। আসতে পারছেন না। তবে আজ ঠিকই তাকে খুঁজে নেয়া হবে। ফুল দিয়ে অভিনন্দিত করা হবে। কারণ বৃহস্পতিবার শিল্পীর ৭৫তম জন্মদিন। ১৯৪৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের বন্ধুরা স্বজনেরা আজ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। ভালবাসা জানাবেন। আলী যাকেরকে ঘিরে নাট্যকর্মীদের আবেগের অন্ত নেই। আজ তা প্রকাশিত হবে। অসুস্থ অভিনেতা। বড় কোন আনুষ্ঠানিকতার সুযোগ নেই। তবুও প্রাণের প্রণতি জানাতে শিল্পীর বাসায় সমবেত হবেন সিনিয়রা। অন্যরকম মিলনমেলা অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে। আলী যাকের অসুস্থ হলেও মন যেন পড়ে থাকে মঞ্চেই। শরীর একটু ভাল হলেই তিনি মঞ্চে ফেরার তাগিদ বোধ করেন। গত বছর নতুন নাটক ‘গ্যালিলিও’ তে অভিনয় করে ঢাকার দর্শককে অবাক করে দিয়েছিলেন তিনি। তার বক্তব্যÑ মঞ্চে উঠলে আমি শক্তিশালী হয়ে উঠি। বল পাই। জীবনের শেষদিনটি পর্যন্ত মঞ্চে কাজ করতে চান বলে জানান তিনি। এ অভিনেতার দীর্ঘদিনের বন্ধু সাবেক আরেক বরেণ্য শিল্পী আসাদুজ্জামান নূর। জনকণ্ঠকে তিনি বলেন, আলী যাকেরের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। নাটকের মাধ্যমেই এ সম্পর্ক গড়ে উঠেছিল। মঞ্চের কত স্মৃতি আমাদের! কত সংগ্রাম! আলী যাকেরের জন্মদিনে সেসব কথা মনে পড়ে যাচ্ছে। এত গুণী একজন অভিনেতা আজ অসুস্থ। তাকে আমরা যেভাবে চাই সেভাবে সব সময় পাচ্ছি না। এর চেয়ে বেদনার আর কী হতে পারে! আজ জন্মদিনেও বন্ধুদের পক্ষ থেকে তাকে অভিনন্দিত করা হবে বলে জানান তিনি। ১৯৭২ সালের আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকটিতে প্রথম অভিনয় করেন। প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। ১৯৭২ সালের জুন মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন।
×