ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার এক

প্রকাশিত: ০৯:২৫, ৬ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর আকবর শাহ থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম এ অভিযান চালায়। মঙ্গলবার র‌্যাবের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাসে করে চট্টগ্রাম হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছে, এ সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানার লতিফপুর সেবা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়। কিশোরগঞ্জগামী একটি বাসটি তল্লাশির জন্য সংকেত দিলে তা চেকপোস্টের সামনে এসে থামে। তখনই বাস থেকে নেমে একযাত্রী দৌড়ে পালাবার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে পাকড়াও করে। তার নাম খোকন (৩১)। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ১৯ হাজার ৫৫৫ ইয়াবা। জিজ্ঞাসাবাদে সে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক বিক্রেতাদের যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষ পরীক্ষা-২০১৯ এর ইসলামের ইতিহাস ২য় পত্র (৪১৪) ও উদ্ভিদ বিজ্ঞান ২য় পত্র (৪৮৩) বিষয়ে ১৪ নবেম্বর (বৃহস্পতিবার) তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। দুটি বিষয়ের পরীক্ষা আগামী ১৯ নবেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটww w.iau.edu.bd-এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
×