ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মাদক ও নারী পাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৪, ৬ নভেম্বর ২০১৯

কুষ্টিয়ায় মাদক ও নারী পাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ নবেম্বর ॥ মাদক ও নারী পাচার মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ-সহ অর্থদ-ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মাদক মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলো, কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আজাহার আলীর ছেলে মহিরুল ওরফে মহিদুল, মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শিশির ওরফে নাহিদ ও ফজল ম-লের ছেলে কাজল। এছাড়া একই মামলায় মহিরুল ওরফে মহিদুলের স্ত্রী রানী খাতুন ও পলাতক আসামি গিয়াস উদ্দিনের ছেলে হাসানকে পাঁচ বছরের কারাদ-সহ অর্থদ-ের আদেশ দেন আদালত। অপরদিকে নারীপাচার মামলায় দৌলতপুর উপজেলার চামনাই আল্লারদর্গা গ্রামে বাদল ম-লের ছেলে সেলিম রেজাকে যাবজ্জীবন করাদ-সহ এক লাখ টাকা জরিমানা করা হয়। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব মজমপুর এলাকায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মহিরুল ওরফে মহিদুলের নিজ বাড়ি থেকে ৫৪২ বোতল ফেন্সিডিল ও ১ হাজার ৩শ’ ৯০ ইয়াবাসহ মাদক ক্রয়-বিক্রয়রত অবস্থায় আসামিদের আটক করে। অপরদিকে ২০১৫ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে রিতা আক্তারকে (১৯) চাকরির প্রলোভন দেখিয়ে আসামি সেলিম রেজা ভারতে পাচার করে। এ ঘটনায় রিতা আক্তারের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, পরকীয়ায় জড়িয়ে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সঙ্গে ওষুধ খাইয়ে হত্যার দায়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও আর্থিক জরিমানা করেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ জানুয়ারি জেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে ছত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পরেরদিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে স্ত্রী আসমা বেগম ও তার পরকীয়া প্রেমিক কালকিনি উপজেলার রামনগর গ্রামের লাল মাহমুদ সর্দারের ছেলে রাব্বি সর্দারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
×