ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাক ভর্তি স্কুলের বই পাচারকালে আটক চার

প্রকাশিত: ০৯:২৪, ৬ নভেম্বর ২০১৯

ট্রাক ভর্তি স্কুলের বই পাচারকালে আটক চার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রাতের অন্ধকারে স্কুল থেকে পাচারকালে পাঠ্যবই ভর্তি একটি ট্রাকসহ আটক করা হয়েছে চারজনকে। আটক ট্রাক চালক হেলপার ও ফেরিওয়ালা সবাই সাতকানিয়া কেরানীহাটের বাসিন্দা। চকরিয়া খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে সোমবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। ট্রাকভর্তি বইসহ চার ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, সোমবার রাতে একটি ট্রাক হঠাৎ স্কুলে এসে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক স্কুলের বিভিন্ন সালের পাঠ্যবই বস্তা ভর্তি করে ট্রাকে বোঝাই করছিল। বিষয়টি সন্দেহ হলে ইউএনওকে মোবাইলে অবহিত করে স্থানীয়রা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দীন মুহাম্মদ শিবলী নোমান তাৎক্ষণিক স্কুল কমিটির সভাপতিকে বইসহ গাড়িটি আটকানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কমিটির সদস্য এ কাজে জড়িত বলে জানিয়েছে। ঘোড়াশালে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫টি স্বর্ণের দোকান ও ১টি চালের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের পিটুনিতে দুইজন আহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণ পট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, শীতলক্ষা নদী দিয়ে স্পীডবোডযোগে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঘোড়াশালের স্বর্ণ পট্টিতে হামলা করে। ওই সময় বাজারের নিরাপত্তারক্ষীদের কাছে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এ সময় সব নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে।
×