ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চুরির অপবাদ দিয়ে কৃষককে পিটিয়ে জখম!

প্রকাশিত: ০৯:২৩, ৬ নভেম্বর ২০১৯

চুরির অপবাদ দিয়ে কৃষককে পিটিয়ে জখম!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ নবেম্বর ॥ তালতলী উপজেলার কলারং গ্রামে জাল চুরির অপবাদ দিয়ে কৃষক সাগর চন্দ্র মিঠুনকে (৩০) পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী রমেশ রায় ও মিঠু নামের দুই যুবক। আহত মিঠুনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়। জানা গেছে, উপজেলার কলারং গ্রামের সাগর চন্দ্র মিঠুন বাড়িতে কৃষি কাজ করেন। গত সোমবার রাতে ধানক্ষেতে মাছ শিকারের জন্য ফাঁস জাল ফেলে মিঠুন ও প্রতিবেশী রমেশ রায়। মঙ্গলবার সকালে রমেশ রায় তার জাল খুঁজে পায়নি। এতে রমেশ সন্দেহ করে মিঠুন জাল চুরি করেছে। বেলা সাড়ে ১১টার দিকে মিঠুন বাঁশ কিনতে আড়পাঙ্গাশিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে রমেশ ও তার সহযোগী মিঠু মিঠুনকে পথে আটকে জাল চুরির অপবাদ দেয়। পরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। তাদের মারধরে মিঠুন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ওইদিন দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা গেছে, মিঠুনের জ্ঞান ফিরেনি। তার সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আলহাজ হারুন অর রশিদ বলেন, মিঠুনের বাহু, পিঠ, কোমর ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। মিঠুনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×